ad720-90

গাড়িতে ‘এনভিডিয়া ড্রাইভ’ ব্যবহার করবে হিউন্দাই মোটর


এনভিডিয়া জানিয়েছে, জেনেসিস ও হিউন্দাইয়ের জিভি৮০ ও জি৮০ মডেলে আগে থেকেই এনভিডিয়া ড্রাইভ রয়েছে।

নতুন চুক্তির অধীনে ঠিক কতটি গাড়িতে এনভিডিয়া ড্রাইভ থাকবে, সে ব্যাপারে কিছু জানাতে রাজি হয়নি এনভিডিয়া। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, ২০১৯ সালে ৭০ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে হিউন্দাই মোটর গ্রুপ।

হিউন্দাই মোটর কোম্পানি মূলত হিউন্দাই মোটর গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান। অন্যদিকে কিয়া মোটরস কর্পোরেশন হিউন্দাই মোটর গ্রুপেরই আরেকটি প্রতিষ্ঠান।

রয়টার্সের প্রতিবেদন বলছে, এনভিডিয়া ড্রাইভে হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই উপাদানই থাকে। ড্রাইভটি ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে।

এনভিডিয়া জানিয়েছে, তাদের সফটওয়্যার “ক্রমাগত” আপডেটেড হতে থাকবে, ফলে গাড়িগুলোতে সর্বশেষ এআই ককপিট ফিচার মিলবে।

তথ্য ও বিনোদন প্রক্রিয়া প্রশ্নে মার্সেইডিজ-বেঞ্জ, আউডি এজি, ফোকসভাগেন এজি এবং হন্ডা মোটর্সের সঙ্গেও কাজ করার খবর জানিয়েছে এনভিডিয়া।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar