ad720-90

বস্টন ডায়ানামিক্স’কে কিনে নিতে পারে হিউন্দাই


খবরটি প্রথমে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদদাতা ব্লুমবার্গ। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, সবমিলিয়ে চুক্তিটি একশ’ কোটি ডলার মূল্যমানের হতে পারে।  

ব্লুমবার্গের তথ্য অনুসারে, এখনও চূড়ান্ত হয়নি কোনো কিছু। এমনও হতে পারে শেষ পর্যন্ত মালিকানা হাতবদল হলো না। গাড়ি ব্যবসায়ের পাশাপাশি হিউন্দাইয়ের শিল্প রোবট ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটিতে বস্টন ডায়ানামিক্সের প্রযুক্তি কাজে লাগাতে পারবে হিউন্দাই।

বস্টন ডায়ানামিক্স ২০১৭ সালে সফটব্যাংকের অধীনে যাওয়ার পর থেকে নিজেদের প্রযুক্তিকে বাণিজ্যিকরণ করার ব্যাপারে মনোনিবেশ করেছে। ১৯৯০-এর দশকে এমআইটি থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে ২০১৩ সালে গুগল কিনে নিয়েছিল। গুগলের অধীনে নিজেদের গবেষণা ধাপ ভালোভাবেই পার করেছে প্রতিষ্ঠানটি।

আগামীতে হিউন্দাইয়ের কাছে বিক্রি হলে নিজেদের লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবে প্রতিষ্ঠানটি, নিজেদের প্রযুক্তি বাণিজ্যিকরণে সুবিধা হবে তাদের।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar