ad720-90

নকল পণ্য ঠেকাতে জোট বাঁধলো অ্যামাজন ও মার্কিন সরকার


অ্যামাজন ও আইপিআর জোটটি ‘অপারেশন ফুলফিলড অ্যাকশন’ নামে কাজ করবে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, জোটটি নকল পণ্য প্রবেশ ঠেকাতে মার্কিন সীমান্ত কর্মকর্তাদের সঙ্গে ডেটা শেয়ার করবে।

জোটের দুই পক্ষই যৌথ ডেটা গবেষণা সমন্বিত করবে এবং নকল পণ্য শনাক্তে “সুনির্দিষ্ট তদন্ত” চালাবে। ক্যাম্পেইন চলাকালে পাওয়া প্রমাণ চলমান তদন্তে ব্যবহার করবে জোটটি।       

পুরোটার নেতৃত্বে থাকছে অ্যামাজনের ‘কাউন্টারফেইট ক্রাইমস ইউনিট’। অন্যদিকে, এতে সমর্থন যোগাবে পণ্য পরিবহন সংস্থা ‘ডিএইচএল’ এবং ‘বর্ডার প্রোটেকশন’।

অ্যামাজনের এরকম জোট বাঁধার ব্যাপারটি আনকোড়া নতুন কিছু নয়। আগে থেকেই প্রতিষ্ঠানটি আইপিআর’কে নকল পণ্যের ব্যাপারে ডেটা দিয়ে আসছিল। কোভিড-১৯ জালিয়াতি প্রশ্নে আইপিআরসহ অন্যান্য আরও পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গেও জোট বেঁধেছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

এনগ্যাজেট উল্লেখ করেছে, এখনও নিজেদের সাইট শতভাগ নকলমুক্ত করে উঠতে পারেনি অ্যামাজন। স্বয়ংক্রিয় প্রক্রিয়া ও নকল-বিরোধী টিম সহায়তায় লড়াই করলেও নকল পণ্য শতভাগ ঠেকানো সম্ভব হয় না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar