ad720-90

দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে ফেইসবুক


রয়টার্সের প্রতিবেদন বলছে, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করারও দাবি জানিয়েছে সংস্থাটি।

চলতি বছরের অগাস্ট মাসে ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’ চালু করেছে দক্ষিণ কোরিয়া।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকের সম্মতি ছাড়াই ২০১২ সালের মে মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত দক্ষিণ কোরিয়ার এক কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে অন্তত ৩৩ লাখ গ্রাহকের ডেটা শেয়ার করেছে ফেইসবুক, অনুসন্ধানে এমনটা উঠে আসার পরই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

কমিশনের বরাত দিয়ে প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, কেউ যখন ফেইসবুক লগ-ইনের মাধ্যমে অন্য কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন, তখন ওই ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তার ফেইসবুক বন্ধুদের ব্যক্তিগত তথ্য সে প্রতিষ্ঠানের কাছে চলে যায়।

মূলত ফেইসবুক আয়ারল্যান্ড লিমিটেডকে এই জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি অপরাধ তদন্ত শুরু করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে সিউল-ভিত্তিক ফেইসবুকের এক কর্মী বলেছেন, “তদন্ত প্রক্রিয়ায় আমরা যতোটা সম্ভব সহায়তা করেছি, আমরা অনুতপ্ত যে, পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন অপরাধ তদন্তের দাবি জানিয়েছে।”

ফেইসবুক এখনও কমিশনের সিদ্ধান্ত পুরোপুরি পর্যালোচনা না করায় আর কোনো মন্তব্য করতে রাজি হননি ওই মুখপাত্র।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar