ad720-90

না, মারাদোনার সঙ্গে ম্যাডোনাকে গুলিয়ে ফেলেননি ট্রাম্প


ব্যাপারটির সত্যতা উন্মোচন করেছে রয়টার্সের ফ্যাক্ট-চেক বা সত্যতা যাচাইকারী দল। সংবাদমাধ্যমটি বলছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। টুইটের স্ক্রিনশটটি আসলে নকল।

অনেকেই ওই নকল টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। ওই টুইটে লেখা, “মারাদোনার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগল। মহৎ এক ব্যক্তি, তার গান অসাধারণ ছিল। ১৯৮০-এর দশকের শুরুতে তার গান শোনার কথা মনে পড়ছে। আত্মা শাস্তিতে থাকুক।”

অথচ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে (@realDonaldTrump) এরকম কোনো টুইট পাওয়া যায়নি। অন্যদিকে, পলিটউপস বলছে, এ ধরনের কোনো টুইট ওই অ্যাকাউন্ট থেকে মুছেও দেওয়া হয়নি। পলিটউপস মূলত প্রোপাবলিকার একটি প্রকল্প, রাজনীতিবিদদের মুছে দেওয়া টুইট সংরক্ষণ করে থাকে প্রকল্পটি।

এদিকে, আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়েগো মারাদোনার মৃত্যুর পর পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনার নাম টুইটারের ট্রেন্ডিং অংশে চলে আসতে দেখেছেন অসংখ্য টুইটার ব্যবহারকারীর। এ ব্যাপারে রয়টার্সের মন্তব্য হচ্ছে, নামের মিল থাকার কারণেই হয়তো এমনটা ঘটেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar