ad720-90

একক অ্যাপস্টোর: একচেটিয়া আচরণের মামলায় অ্যাপল


সিডিয়া মূলত পরিচিত “জেইলব্রেক করা আইফোনের অ্যাপস্টোর” হিসেবে। প্রতিষ্ঠানটি দাবি করছে, অ্যাপল নিজস্ব অ্যাপস্টোরের বাইরে আর কেনও উৎস থেকে আইওএস ডিভাইসে (যেমন আইফোন, আইপ্যাড) অ্যাপ ইনস্টল করতে দেয় না। ফলে অ্যাপলের অ্যাপস্টোর এখানটায় একচেটিয়া সুবিধা পাচ্ছে।

২০০৮ সালে বানানো হয় সিডিয়া অ্যাপ স্টোর৷ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজস্ব অ্যাপ স্টোরের জন্য অ্যাপল “অবৈধভাবে সব প্রতিযোগিতার রাশ টেনে ধরেছে” বলে অভিযোগ করেছে সিডিয়া৷

গ্রাহক কোথা থেকে আইওএস অ্যাপ ডাউনলোড করবেন এবং ডেভেলপাররা কোন বন্টনকারীর সেবা ব্যবহার করবেন সে বিষয়গুলোতে সীমাবদ্ধতা দিয়ে রেখেছে অ্যাপল৷

ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলা করেছে সিডিয়া৷ প্রতিষ্ঠান বন্ধের এবং দেউলিয়া হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সিডিয়া৷

এই মামলার মাধ্যমে অ্যাপলের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের অভিযোগ আনা প্রতিষ্ঠানের তালিকায় এবার নতুন যোগ হয়েছে সিডিয়া৷

ইমেইল বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, মামলাটি পর্যালোচনা করা হবে এবং বাজারে তারা কোনো আধিপত্য চালাচ্ছে না৷

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নিরাপত্তার কারণে ‘জেইলব্রেক’ নামে পরিচিত প্রক্রিয়ায় আইফোন আনলক করতে নিরুৎসাহিত করা হয়, যাতে গ্রাহক অননুমোদিত অ্যাপ ইনস্টল করতে না পারেন৷

সিডিয়া (যা সাওরিকিট নামেও পরিচিত) এর নির্মাতা সফটওয়্যার প্রকৌশলী জে ফ্রিম্যান ক্ষতিপূরণ চাচ্ছেন। তবে, এর পরিমাণ নির্দিষ্ট করে বলেননি তিনি।

কুইন এমানুয়েল আর্কুহার্ট অ্যান্ড সালিভান নামের একটি আইনি প্রতিষ্ঠান সিডিয়া’র হয়ে প্রতিনিধিত্ব করছে। এই একই আইনি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট মামলায় স্যামসাংয়ের প্রতিনিধিত্ব করেছিল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar