ad720-90

লেবেল বদলালো টুইটার, ‘জয়ী বাইডেন’


এর আগে টুইটার লেবেলে লিখতো, নির্বাচনে জালিয়াতির দাবি “বিতর্কিত”।

প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রতিষ্ঠানের নতুন লেবেল বলছে, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।”

নির্বাচনের ফলাফলকে অবজ্ঞা করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে টুইট করছেন, শনিবার সকাল থেকে তাতে নতুন লেবেল জুড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এমন সব টুইটে এই লেভেল জুড়ে দেওয়া হবে বলে জানিয়েছে টুইটার।

সিএনএনকে টুইটার মুখপাত্র নিক প্যাসিলিও বলেছেন, “২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের স্বীকৃতির পর আমরা আমাদের লেবেল আপডেট করেছি, যাতে নতুন তথ্য প্রতিফলিত হয়।”

নির্বাচনের পর সামাজিক মাধ্যমের লেবেলগুলো যথেষ্ট কিছু করেনি বলে সমালোচনা বাড়ছে গণতন্ত্র বিশেষজ্ঞদের মধ্যে। এমন পরিস্থিতি লেবেল বদলে দিয়েছে মাইক্রো ব্লগিং সাইটটি।

টুইটার জানিয়েছে, গত মাসে বিতর্কিত বা সম্ভাব্য বিভ্রান্তিকর তিন লাখ টুইটে লেবেল জুড়ে দেওয়া হয়েছে। সমালোচকদের দাবি এই লেবেলগুলো দূর্বলভাবে মেলানো হয়েছে, যা মার্কিনীদেরকে বিভক্ত করে চলেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar