ad720-90

ইচ্ছা করেই কর্মীদের বোনাসের ভুয়া মেইল দিলো গোড্যাডি


ইন্টারনেট ডোমেইন রেজিস্ট্রার ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানটি আদতে ফিশিং ‘পরীক্ষা’ চালিয়েছে কর্মীদের উপর। করোনাভাইরাস মহামারী বাস্তবতায় বর্তমানে গোটা বিশ্বের নাজেহাল অবস্থা। বহু প্রতিষ্ঠানের কর্মীকে বাসা থেকে কাজ করতে হচ্ছে।

এরই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার অপরাধ। অতিরিক্ত মাত্রায় বেড়েছে হ্যাকিং। নিরাপত্তা বাড়াতে দিতে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

গোড্যাডি’ও ব্যতিক্রম নয়, নিজেদের পাঁচশ কর্মীর উপর ‘ফিশিং’ পরীক্ষা করেছে তারা। অ্যারিজোনার কপার কুরিয়ার সংবাদমাধ্যমের বরাতে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে,  এ মাসে বোনাসের প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের ই-মেইল পাঠিয়েছিল গোড্যাডি। লেখা ছিল, গোড্যাডির এই রেকর্ড বছরে “আপনাদের কাজের মূল্যায়ন” হিসাবে এককালীন অর্থ দেওয়া হবে।

ইমেইলে কর্মীদের কাছে অবস্থান এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়েছিল। জানানো হয়েছিল, অর্থ পেতে হলে ওই তথ্যগুলো দিতে হবে। কোনোরকম সন্দেহ না করেই অনেকেই খুশি মনে পাঠিয়ে দিয়েছেন তথ্য।

দুই দিন পরেই যারা তথ্য দিয়েছেন, তাদের ফের এক মেইল পাঠায় গোড্যাডি। এবারের মেইলে লেখা, “আপনি আমাদের সাম্প্রতিক ফিশিং পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।” মেইলে আরও লেখা ছিল, অকৃতকার্যদের নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

গোড্যাডির এ ঘটনাটি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেক ব্যবহারকারী গোড্যাডি’র সেবা বদলে ফেলারও হুমকি দিয়েছেন।

এনগ্যাজেট মন্তব্য করেছে, সাধারণত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘ফিশিং মেইল পরীক্ষা’ নতুন কিছু নয়। কিন্তু মহামারীর সময়ে কোটি কোটি মানুষ যখন জীবিকা নিয়ে হিমশিম খাচ্ছেন এবং মাথার উপর ছাদ টিকিয়ে রাখতে ব্যস্ত, সে সময়টিতে বোনাসের প্রতিশ্রুতি দিয়ে এরকম পরীক্ষার ব্যাপারটি অনেকটাই নিষ্ঠুরতার শামিল।

উল্লেখ্য, এ বছর রেকর্ড পরিমাণে নতুন গ্রাহক পেয়েছে গোড্যাডি। পুরো ব্যাপারটি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar