ad720-90

আরও আটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প


ট্রাম্প স্বাক্ষরিত ওই আদেশে চীনে নির্মিত বা নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন এবং অন্যান্য সফটওয়্যারের হুমকির কথা উল্লেখ রয়েছে। নির্বাহী আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন মঙ্গলবার।

আদেশটি বলছে, চীন নির্মিত বা নিয়ন্ত্রিত এ অ্যাপগুলোর বিস্তৃত পরিসরের কারণে সৃষ্ট “রাষ্ট্রীয় জরুরি অবস্থা সামাল দিতে” পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এগুলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে।

গতবারের মতো এবারের নির্বাহী আদেশেও উল্লেখ করা হয়েছে, চীনা নির্মিত অ্যাপ ও সফটওয়্যার মার্কিন ব্যবহারকারীদের ব্যাপক পরিমাণ ডেটা সংগ্রহ করে।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, উইচ্যাট পে বাদে নিষিদ্ধ হওয়া অন্যান্য অ্যাপের মধ্যে রয়েছে আলিপে, ক্যামস্ক্যানার, কিউকিউ ওয়ালেট, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভিমেট এবং ডব্লিইউপিএস অফিস।

নির্বাহী আদেশটি ৪৫ দিন পর কার্যকর হবে। ততোদিনে অবশ্য হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নেবেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট তাদেরকে নির্বাহী আদেশ প্রয়োগ শুরু করার নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে নির্বাহী আদেশের আওতায় নিষিদ্ধ লেনদেন চিহ্নিত করার কথাও রয়েছে। 

অ্যান্ট গ্রুপ মালিকানাধীন মোবাইল লেনদেন অ্যাপ ‘আলিপে’-এর একশ’ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেননি অ্যান্ট গ্রুপ প্রতিনিধিরা।  অন্যদিকে উইচ্যাট, টেনসেন্টের কাছ থেকেও মন্তব্য পাওয়া যায়নি। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar