ad720-90

‘বিদ্যুতচালিত’ থিম নিয়ে নতুন লোগোতে জেনারেল মোটর্স


প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন লোগোতে জেনারেল মোটর্সের ‘এম’ কে বৈদ্যুতিক প্লাগের মতো করে নকশা করা হয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে নতুন এক ব্যাপক প্রচারণার কথা বলেছিল যেখানে তারা খরচ ধরে রেখেছে দুই হাজার সাতশ’ কোটি ডলার। নতুন এই লোগো ওই প্রচারণারই অংশ।

জেনারেল মোটর্স ২০২৫ সাল জুড়ে বিদ্যুত চালিত গাড়ি এবং স্বচালিত গাড়ির পেছনে ওই অর্থ খরচ করবে। এ ছাড়াও ২০২৫ সাল শেষ হওয়ার আগে ৩০টি নতুন বিদ্যুত চালিত গাড়ির মডেল আনার বিষয়টিও রয়েছে এর মধ্যে।

“ইতিহাসে এমন কিছু মূহুর্ত রয়েছে যখন সবকিছু বদলে যায়। আমাদের বিশ্বাস, বিদ্যুত চালিত গাড়ি বড় পরিসরে গ্রহণ করার জন্য এরকম একটি বিন্দুতে আমরা চলে এসেছি।” – বলেছেন জেনারেল মোটর্সের বৈশ্বিক প্রধান বিপণন কর্মকর্তা ডেবোরাহ ওয়াল।

জানুয়ারির ১১ তারিখ নতুন ওয়েবসাইট নিয়ে আসার কথাও জানিয়েছে জেনারেল মোটর্স। ওই ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বিদ্যুতচালিত ও স্বচালিত গাড়ির অগ্রগতি তুলে ধরা হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar