ad720-90

সাইবারপাংক ২০৭৭: ক্ষমা চাইলেন সহ-প্রতিষ্ঠাতা


“সাইবারপাংক ২০৭৭ এর কনসোল সংস্করণ আমরা যেরকমটি চেয়েছিলাম, তেমন মানের হয়নি। আমি এবং আমাদের পুরো নেতৃত্ব এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এই ভিডিওতে দায়ভার স্বীকার করে নিচ্ছি। দয়া করে যা ঘটেছে, সেটির জন্য আমাদের টিমকে দায়ী করবেন না।” – বলেছেন ইউনস্কি।

ইউনস্কি নিজে থেকে ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বলেও উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। গেইম  আসার এক সপ্তাহের মধ্যেই প্লেস্টেশন থেকে গেইম সরিয়ে নিয়েছে সনি এবং যারা যারা দাবি করেছেন, তাদেরকে অর্থ ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি। এক্সবক্স নির্মাতা মাইক্রোসফটও গেইমারদেরকে অর্থ ফেরত দিয়েছে।

সাইবারপাংক ২০৭৭ বাগ সমস্যার কারণে আইনি জটিলতার মুখোমুখিও হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সিডি প্রজেক্ট রেড। ইউনস্কি জানিয়েছেন, গেইমের পিসি সংস্করণ নিয়ে দল বেশি মগ্ন ছিল। ওটাকেই কনসোল সংস্করণের ভিত্তি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু অষ্টম প্রজন্মের হার্ডওয়্যারে সমস্যার মুখে পড়ে গেইমটি।

ইউনস্কির বিবৃতিকে লিখিত রূপে ‘এফএকিউ’ হিসেবেও প্রকাশ করেছে সিডি প্রজেক্ট রেড। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে গেইমটির পরবর্তী প্রজন্মের কনসোল আপডেট আসার কথা রয়েছে।        





সর্বপ্রথম প্রকাশিত

coreldraw lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar