ad720-90

নতুন ম্যাকবুক প্রো-তে যোগ হচ্ছে বাড়তি পোর্ট: কুয়ো


২০১৬ সালের ম্যাকবুক প্রো মডেল থেকে বেশিরভাগ পোর্ট সরিয়ে নিয়েছে অ্যাপল। ফলে ইউএসবি-এ এবং এইচডিএমআই ব্যবহারকারীরা অ্যাডাপ্টর বা ডক কিনতে বাধ্য হয়েছেন।

বর্তমান মডেলের ম্যাকবুক প্রো-তে রয়েছে শুধু দুই থেকে চারটি থান্ডারবোল্ট পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, কুয়ো দাবি করেছেন, ২০২১ সালের নোটবুকে “অন্যান্য ধরনের আই/ও থাকতে পারে এবং বেশিরভাগ গ্রাহককে বাড়তি ডংগল কিনতে হবে না।” তবে, নির্দিষ্ট করে কিছু বলেননি কুয়ো।

সম্প্রতি কুয়ো আরও জানিয়েছেন, নতুন ম্যাকবুক প্রো’র পাশগুলো আইপ্যাড প্রো এবং আইফোন ১২-এর মতো সমতল হবে। বর্তমান নকশাতেও পাশগুলো সমতল। তবে, এবার নতুন নকশায় ওপর এবং নিচের তল আরও সমান করা হতে পারে। আর এই ডিভাইসটিতে রাখা হবে না কোনো টাচবার।

আগের মতোই ১৪ এবং ১৬ ইঞ্চি মডেলে আসবে নতুন ম্যাকবুক প্রো। তবে, এবার দুই মডেলই আসবে অ্যাপলের নিজস্ব এম১ বা এম১এক্স প্রসেসর দিয়ে, থাকবে না কোনো ইনটেল প্রসেসর অপশন।

নতুন নকশায় কিবোর্ডের ওপরে ওলেড টাচবার বাদ দিয়ে আগের মতো কি ফিরিয়ে আনতে পারে অ্যাপল।

ম্যাকবুক প্রো’র নতুন নকশায় ফিরতে পারে প্রতিষ্ঠানের ম্যাগসেইফ ম্যাগনেটিক কানেক্টরও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar