ad720-90

বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউএ’ উন্মোচন করলো মার্সেইডিজ-বেঞ্জ


এ বছরই ইকিউএ বাজারে আনার পরিকল্পনা রয়েছে মার্সেইডিজ-বেঞ্জের। প্রাথমিকভাবে গাড়িটির পরিসীমা হবে ৪২৬ কিলোমিটার। রয়টার্স মার্সেইডিজ-বেঞ্জের এক ভিডিও উপস্থাপনার বরাত দিয়ে জানিয়েছে, আগামীতে ৫০০ কিলোমিটার মডেল আনবে প্রতিষ্ঠানটি।

মার্সেইডিজ-বেঞ্জের ব্যবস্থাপনা বোর্ডের ব্রিটটা সিগার বলছেন, “খুব আকর্ষণীয় মূল্যে” ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে ইউরোপে বিক্রি হবে এসইউভি’টি।

গত বছর থেকে ইউরোপে বিদ্যুতচালিত গাড়ির বিক্রি বেড়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কার্বন নিঃসরণ লক্ষ্য পূরণের চেষ্টা করছে গাড়ি নির্মাতারা।

মার্সেইডিজ বেঞ্জ ইউকিউএ গাড়িটিকে “শহুরে এন্ট্রি মডেল” আখ্যা দিয়েছেন। বোর্ড সদস্য সিগার সাফাই গেয়েছেন গাড়িটির “স্থায়িত্ব, বহুমুখীতা, এবং নতুন চেহারা” নিয়ে।

বৈদ্যুতিক গাড়ির বাজারে আগে থেকেই এগিয়ে রয়েছে টেসলা। বৈশ্বিক বিক্রির দিক থেকেও আধিপত্য বিস্তারী অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া বিদ্যুতচালিত গাড়ির তালিকার শীর্ষে রয়েছে টেসলা মডেল ৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে রেনল্টের জো। 

নিঃসরণ লক্ষ্য বাদেও নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে গাড়ি নির্মাতারা। ২০৩০ সাল নাগাদ জীবাশ্ম জ্বালানী চালিত গাড়ি নিষিদ্ধ হয়ে যাবে কিছু বাজারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar