ad720-90

ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষা করবে ভিয়েতনামের ভিনফাস্ট


স্বচালিত গাড়ির দৌড়ে এবার নিজেদের অবস্থান আরও পাকা করেছে ভিয়েতনামের প্রথম স্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিষ্ঠানটি স্বচালিত গাড়ির পরীক্ষা চালানোর অনুমোদন পেয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ির পরীক্ষা চালানোর অনুমোদন পেয়েছে হাতেগোণা কয়েকটি প্রতিষ্ঠান।

ভিয়েতনামের বৃহত্তম ব্যবসায়িক সংঘ ভিনগ্রুপ জেএসসি’র বিভাগ ভিনফাস্ট সোমবার জানিয়েছে, মার্কিন বাজারে বৈদ্যুতিক গাড়ি বাণিজ্যিকীকরণে ক্যালিফোর্নিয়া ভেহিকল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে এই অনুমোদন দরকার ছিলো।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা স্বয়ংক্রিয় ফিচারের তিনটি মডেল বানিয়েছে। এর মধ্যে দুইটি মডেল ২০২২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বাজারে বিক্রি করা হতে পারে।

গত বছর ভিনফাস্ট আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় জিএম হোল্ডেন-এর ল্যাং ল্যাং টেস্টিং সেন্টার কিনেছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে বিস্তৃতির লক্ষ্যে মেলবোর্নে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র চালু করার লক্ষ্য রয়েছে তাদের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar