ad720-90

ক্লাউডে সম্পাদনার আহ্বান জানানো যাবে ফটোশপ ও ইলাস্ট্রেটরে


আইপ্যাড, আইফোন, ডেস্কটপ – সব প্ল্যাটফর্মেই সিনক্রোনাইজ করে সম্পাদনার কাজ করা সম্ভব হবে। “এখন থেকে সহযোগীরা শেয়ার করা ক্লাউড ডকুমেন্ট সম্পাদনা করতে পারবেন, একজন একজন করে। শুধু আপনার পিএসডি বা এআই ফাইলটি ক্লাউড ডকুমেন্ট হিসেবে সেভ করুন এবং অন্যকে সম্পাদনা করার আহবান জানান।” – এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে অ্যাডোবি।

এর মানে দাঁড়াচ্ছে, সহযোগীরা একত্রে একই সময়ে একটি ফাইলে সম্পাদনার কাজ করতে পারবেন না।  কিন্তু তারা চাইলেই ফাইল ওপেন করে সেটিতে পরিবর্তন করতে পারবেন এবং তা সেভ করে রাখতে পারবেন।

“বাড়তি হিসেবে, আপনি আপনার শেয়ারড ক্লাউড ডকুমেন্টে ‘অ্যাসেটস ডট অ্যাডোবি ডটকম’ এবং ‘ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ অ্যাপ’ থেকে প্রবেশ করতে পারবেন।”

বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে মন্তব্য করেছে, নতুন ফিচারটি শেয়ারড প্রকল্পে কোনো দলের কাজ করার সময় বাঁচাবে।

অ্যাডোবি আরও জানিয়েছে, ব্যবহারকারীরা যেখানেই ফটোশপ ব্যবহার করুক না কেন, নিজেদের প্রিসেট সিঙ্ক করে নিতে পারবেন এখন থেকে।

এরকম প্রিসেটের মধ্যে “ব্রাশ, সোয়াচ, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, স্টাইল এবং শেপ” থাকবে। অ্যাডোবি উল্লেখ করেছে, প্রিসেট সিঙ্ক সুবিধাটি শুরুতে ম্যাক ও উইন্ডোজের ডেস্কটপ সংস্করণে আসছে, পরবর্তীতে সুবিধাটি আইপ্যাড সংস্করণের জন্য আসবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar