ad720-90

মাইক্রো ওএলইডি পর্দা বানাবে টিএসএমসি-অ্যাপল জোট


বুধবার এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে নিককেই এশিয়া। ওই খবরেই তারা জানায়, আইফোন প্রসেসরের একক সরবরাহক টিএসএমসি’র সঙ্গে জোট বেঁধেছে অ্যাপল।

প্রতিবেদনে নিককেই এশিয়া দাবি করে, যেহেতু মাইক্রো ওএলইডি পর্দা আরও পাতলা, ক্ষুদ্র এবং স্বল্প শক্তি ব্যবহার করে, সেহেতু সেগুলো পরিধেয় এআর ডিভাইসের ব্যবহারের জন্যই বেশি ব্যবহারযোগ্য।

নিককেই আরও জানিয়েছে, নির্মাণাধীন পর্দাগুলোর আকার এক ইঞ্চির চেয়েও কম।

জানুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, অ্যাপল এখনও নিজেদের এআর গ্লাসের প্রযুক্তি তৈরিতে কাজ করছে। ওই প্রযুক্তির কোড নাম ‘এন৪২১’। সংশ্লিষ্ট কয়েক জনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, পণ্যটি বাজারে আসার উপযোগী হতে আরও কয়েক বছর সময় লাগবে। অ্যাপল নিজেদের জন্য ২০২৩ সাল নির্ধারণ করেছে, ওই বছরই প্রযুক্তি পণ্যটি বাজারে আনতে চাচ্ছে তারা।

রয়টার্স নিককেই-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এখনও পরীক্ষামূলক নির্মাণাধীন ধাপে রয়েছে অ্যাপল-টিএসএমসি’র মাইক্রো ওএলইডি প্রকল্পটি।

গোটা ব্যাপারটি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি টিএসএমসি। অন্যদিকে, মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar