ad720-90

এনভিডিয়ার এআরএম কেনা নিয়ে তদন্ত করবে এফটিসি


মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এ ব্যাপারে তৃতীয় পক্ষের কাছে তথ্য চেয়েছে এফটিসি। এখন পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে মন্তব্য করেনি এফটিসি ও এনভিডিয়া।

এআরএম যুক্তরাজ্য নির্ভর প্রতিষ্ঠান হলেও, বর্তমানে এর মালিকানা জাপানের সফটব্যাংকের হাতে। গত বছরের সেপ্টেম্বরে চার হাজার কোটি ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটিকে কেনার জন্য চুক্তি করে মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া।

এআরএম এর মালিকানা হাতবদল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও। এরই মধ্যে এনভিডিয়ার এআরএম কেনা নিয়ে মার্কিন অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের কাছে অভিযোগ করেছে অ্যালফাবেট, কোয়ালকম ও মাইক্রোসফট।

নিজেদের মেধাস্বত্ত্ব সম্পদ অ্যাপল, কোয়ালকমের মতো প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে থাকে এআরএম হোল্ডিংস।

এর আগে এনভিডিয়া’র এআরএম কেনার চুক্তি নিয়ে জানুয়ারিতে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ জানিয়েছিল, তদন্ত করবে তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar