ad720-90

গুগল ও ফেসবুক নিয়ন্ত্রণে আইন করছে অস্ট্রেলিয়া


ডিএমপি নিউজঃ সংবাদ, বিজ্ঞাপন কিংবা কোন লিংক ব্যবহার করলে সংশ্লিষ্ট সংবাদ সংস্থাকে অর্থ দিতে বাধ্য থাকবে গুগল ও ফেসবুক। আগামী সপ্তাহেই এমন আইন পাশ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশটির অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ একথা জানান। আইনটি পাশ হলে অস্ট্রেলিয়া হবে প্রথম দেশ যারা সংবাদ উপাদানের জন্য সামাজিক মাধ্যম থেকে টাকা পাবে। তাই সারা বিশ্বের মনযোগ রয়েছে আইনটির দিকে।

১৫ই ফেব্রুয়ারি আইনটি পার্লামেন্টে উঠবে। আইনটি পর্যালোচনায় নিযুক্ত সিনেট কমিটি কোন সংশোধন ছাড়াই বিলটি উত্থাপন করবে। এছাড়াও আইন পাশে সরকার বিরোধী দলের সমর্থনও পাচ্ছে।

এ ঘোষণায় এখনো প্রতিক্রিয়া জানায় নি ফেসবুক ও গুগল। তবে এর আগে আইনটিকে অকার্যকর বলে দেশটি থেকে কার্যক্রম উঠিয়ে নেয়ার হুমকি দিয়েছিল গুগল।

এছাড়াও আইনটি শিথীলের জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় গুগল ও ফেসবুক।  আইন না মানলে প্রায় ৬৩ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar