ad720-90

জাপানের নিসানও ‘নেই’ অ্যাপলের গাড়ি প্রকল্পে


এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস বলেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, যাতে নিসানের সহায়তায় অ্যাপল ব্র্যান্ডের গাড়ি বানানো যায়। তবে, এই আলোচনা জেষ্ঠ্য ব্যবস্থাপনা পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে নিসানের এক মুখপাত্র বলেছেন, “আমরা অ্যাপলের সঙ্গে আলোচনায় নেই। যদিও, এই খাতের রূপান্তরের গতি বাড়াতে সহযোগিতা ও অংশীদারিত্বের পথ খুঁজতে নিসান সব সময়ই উন্মুক্ত।”

বিষয়টি নিয়ে আর বিস্তারিত জানাতে রাজি হননি ওই মুখপাত্র। তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি অ্যাপলের প্রতিনিধিও।

স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি নিয়ে অ্যাপল এবং হিউন্দাই মোটর গ্রুপের মধ্যেও আলোচনা থেমে গেছে।

ডিসেম্বরে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে সামনে এগোচ্ছে অ্যাপল। ২০২৪ সালের মধ্যে নিজস্ব যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তির একটি যাত্রীবাহী গাড়ি বাজারে আনার লক্ষ্য রয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির।

গাড়ি নির্মাণ খাতে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাফচারিংয়ের (ওইএম) মাধ্যমে কিছু মডেলের উৎপাদন আউটসোর্স করা নতুন কিছু নয়। তবে, ভোক্তা ইলেকট্রনিকস খাতে যেমন ফক্সকনের মতো বড় চুক্তিভিত্তিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, গাড়ি নির্মাণ খাতে এমন কোনো প্রতিষ্ঠান নেই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar