ad720-90

এজ ব্রাউজারে আসছে ‘কিডস মোড’


এজ ব্রাউজারের জন্য ‘কিডস মোড’ পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। এ পদক্ষেপের মধ্য দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময় শিশুদেরকে সুরক্ষিত রাখতে চাইছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে মোডটিকে ৫-১২ বছর বয়সী শিশুদের জন্য সাজিয়েছে মাইক্রোসফট। বর্তমানে ডেভ এবং ক্যানারি চ্যানেলের মাধ্যমে এজ ইনসাইডারের পরীক্ষকদের জন্য মোডটি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এজ প্রোফাইল পিকারের মাধ্যমে কিডস মোড সচল করে নিতে পারবেন ব্যবহারকারীরা। এটি সচল করার জন্য আলাদা করে আর শিশু অ্যাকাউন্ট সেট আপ করার প্রয়োজন পড়বে না।

চাইলেও কিডস মোড থেকে বের হয়ে যেতে পারবে না শিশুরা। মোড থেকে বের হয়ে যাওয়ার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। চাইলে শিশুরা কোন কোন সাইটে যেতে পারবে, তা ‘অ্যালাউ লিস্ট’ এর মাধ্যমে ঠিক করে রাখতে পারবেন অভিভাবকরা। ইচ্ছানুযায়ী পরে ওই তালিকা সম্পাদনারও সুযোগ থাকছে।

এনগ্যাজেট উল্লেখ করেছে, কিডস মোড বিংয়ের সেইফসার্চ ব্যবহার করবে। কঠোরভাবে শিশুদেরকে ট্র্যাক হওয়ার হাত থেকে রক্ষা করবে এবং কাস্টম ব্রাউজার থিম ব্যবহারের সুযোগ দেবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar