ad720-90

মার্চেই ফের কংগ্রেসের মুখোমুখি তিন প্রযুক্তি মোড়ল


মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, ২৫ মার্চ মার্কিন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সদস্যদের মুখোমুখি হবেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, গুগল প্রধান সুন্দার পিচাই এবং টুইটার প্রধান জ্যাক ডরসি৷

নতুন শুনানির ঘোষণা দিয়ে বিবৃতিতে করোনাভাইরাসের টিকা নিয়ে মিথ্যা দাবি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো নির্বাচন জালিয়াতির বিষয়গুলোর দিকে ইশারা করেছেন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির নেতারা৷

বিবৃতিতে কমিটির প্রধান ফ্র‍্যাংক প্যালোন, কমিউনিকেশনস অ্যান্ড টেকনোলজি সাবকমিটির প্রধান মাইক ডয়েল এবং কনজিউমার প্রোটেকশন অ্যান্ড কমার্স সাবকমিটির প্রধান জ্যান শাকোস্কি বিবৃতিতে বলেছেন, “অনেক দিন ধরেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইন গ্রাহকের কাছে তথ্য ছড়ানো এবং ভুয়া তথ্য আটকাতে নিজেদের ভূমিকা স্বীকার করতে ব্যর্থ হয়েছে৷”

“সামাজিক মাধ্যমগুলো ভুয়া তথ্যের অনুমোদন দেওয়া এবং প্রচারণার ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে, তা ঠেকাতে নীতিমালা বদলের কাজটি শুরু করে দেওয়া উচিত,” যোগ করা হয়েছে বিবৃতিতে৷

এই তিন প্রযুক্তি প্রধানের মধ্যে বিগত বছরে জাকারবার্গই সর্বাধিক বার কংগ্রেসের মুখোমুখি হয়েছেন৷ মার্চ মাসের শুনানি হবে তার চতুর্থ শুনানি৷ পিচাই এবং ডরসির এটি তৃতীয় দফা৷

প্রতিযোগিতামূলক আচরণের কারণে গত বছরই শুনানির মুখোমুখি হয়েছিলেন জাকারবার্গ এবং পিচাই৷ পরবর্তীতে হাজির হয়েছেন ডরসিও৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar