ad720-90

১৭০ দেশে উন্মুক্ত ইন্সটাগ্রাম লাইট


ডিএমপি নিউজ: পৃথিবীর ১৭০টি দেশে ইন্সটাগ্রাম লাইট অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। ফেসবুকের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে অ্যাপটি ডেভেলপ করা হয়েছে। এর মধ্য দিয়ে মাত্র দুই মেগাবাইটের ইন্সটাগ্রাম লাইট অ্যাপ দিয়েই এ মাধ্যমটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ১৭০টি দেশে ইন্সটাগ্রাম লাইট উন্মুক্ত করার ঘোষণা দেয় ইন্সটাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। এ দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশও।

ফেসবুক বলছে, প্রতিষ্ঠানটির একদল কর্মী করোনার মধ্যে ইন্সটাগ্রামের লাইট বা হালকা সংস্করণের অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করেন। যেসব স্থানে ইন্টারনেটের গতি কম, সেখান থেকেও ব্যবহারকারীরা যেন ইন্সটাগ্রামের সব ধরনের ফিচার ব্যবহার করতে পারেন সে উদ্দেশ্য থেকেই এর উৎপত্তি।

ইন্সটাগ্রাম লাইট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্ল-স্টোর থেকে  ডাউনলোড করতে পারবেন। হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়েও ইন্সটাগ্রামের বেশকিছু আকর্ষণীয় ফিচার এতে ব্যবহার করা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar