ad720-90

ফেইসবুকে উইঘুর অধিকার কর্মীদের উপর চীনা হ্যাকারদের হামলা


সবমিলিয়ে প্রায় পাঁচশ’ ব্যক্তিকে বিপাকে ফেলার চেষ্টা করেছে তারা। এদের মধ্যে উইঘুর অধিকার কর্মী, সাংবাদিক রয়েছেন। অনেকে আবার উইঘুর বংশোদ্ভুত যারা যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশে বসবাস করছেন।

উইঘুর মুসলিম তুর্কিক সংখ্যালঘু একটি জনগোষ্ঠী। বর্তমানে চীনে নিপীড়নের মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। এর আগেও অনলাইনে উইঘুরদের লক্ষ্য করে ‘ইভিল আই’ সাইবার আক্রমণ চালিয়েছে।     

এবারের আক্রমণে হ্যাকাররা ভুয়া ফেইসবুক আইডি তৈরি করে নিজেদের উইঘুর হিসেবে উপস্থাপন করেছে। পরে ভুক্তভোগীদের বিভিন্ন ম্যালিশাস ওয়েবসাইটের লিংক দিয়ে ক্লিক করানোর চেষ্টা করেছে।

হ্যাকারদের অনেকে আবার ভুয়া ওয়েবসাইট তৈরি করেছিল, এবং কোডে ম্যালওয়্যার লুকানো সফটওয়্যার বিতরণের লক্ষ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর সাজিয়ে বসেছিল।

ফেইসবুক ওই ম্যালিশাস অ্যাপগুলোর সঙ্গে দুইজন চীনা ডেভেলপারের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar