ad720-90

নিজ কার্যালয়ে কর্মীদের জন্য টিকার ব্যবস্থা করছে অ্যাপল


রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, এ কাজে ড্রাগস্টোর চেইন ওয়ালগ্রিনস বুটস অ্যালায়েন্স ইনকর্পোরেটেড এর সঙ্গে কাজ করবে অ্যাপল। মূলত ড্রাগস্টোর চেইনটির ক্রেতায় পরিণত হবে অ্যাপল। কর্মীরা যাতে নিজ নিজ টিকার জন্য আবেদন করতে পারে, সে লক্ষ্যে ওয়েবসাইটও তৈরি করবে তারা। শুক্রবার এ ব্যাপারে জানিয়েছেন অ্যাপল মুখপাত্র।

এ ধরনের কর্মসূচী নিয়ে আসা প্রথম ও বড় সিলিকন ভ্যালি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। অন্যদিকে, এ মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত নিজ অফিসে কর্মীদের টিকা দেবে বলে জানিয়েছে ডয়শে ব্যাংক এজি। নিউ ইয়র্কের বড় ব্যাংকগুলোর মধ্যে এটিই প্রথম ব্যাংক যারা এ ধরনের কর্মসূচী হাতে নিল।

গত মাসে সম্মুখসারির কর্মীদের জন্য অনসাইট টিকা নেওয়ার ব্যবস্থা করেছে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন। যুক্তরাষ্ট্রের মিসৌরি, নেভাডা এবং ক্যানসাস থেকে নিজেদের এ টিকা কর্মসূচী শুরু করছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar