ad720-90

জেমস বন্ড নির্মাতা ‘এমজিএম’কে কিনতে চায় অ্যামাজন


সোমবার এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইনফরমেশন। রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করেছে, শেষ পর্যন্ত কোনো চুক্তি না-ও হতে পারে। অ্যামাজন এমজিএম না কিনেও ফেরত চলে আসতে পারে।

বিখ্যাত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’ তৈরির নেপথ্যে রয়েছে এমজিএম স্টুডিও। এ ছাড়াও ‘দ্য উইজার্ড অফ দ্য অজ’, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘থেলমা অ্যান্ড লুইস’, হবিট ফ্র্যাঞ্চাইজির মতো বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজক এ প্রতিষ্ঠানটি। 

শুধু চলচ্চিত্র নয়, এপিক্স কেবল চ্যানেলের মালিকানাও রয়েছে এ প্রতিষ্ঠানটির হাতে। ‘দ্য হ্যান্ডমেইডেন’স টেল’, ‘ফার্গো’, ‘ভাইকিংস’ এবং ‘শার্ক ট্যাংক’ এর মতো জনপ্রিয় টিভি ধারাবাহিকও উপহার দিয়েছে এমজিএম।

অ্যামাজন এমজিএম প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে শুধু বলেছে, তারা “গুজব বা ধারণার উপর কোনো মন্তব্য করে না”।

ডিসেম্বরে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছিল, এমজিএম ক্রেতা খুঁজছে, বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি এবং লায়ন ট্রি এলএলসি’কে এ ব্যাপারে জানিয়েছে এবং আনুষ্ঠানিক বিক্রি প্রক্রিয়া শুরু করেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar