ad720-90

সেমিকন্ডাক্টর ও ব্যাটারি উৎপাদন বাড়াবে জাপান


নিককেই এর বরাতে রয়টার্স বলছে, জুনের শুরুতে এ সংক্রান্ত খসড়া প্রবৃদ্ধি নকশাটি চূড়ান্তকরণের কথা রয়েছে। বিদ্যুতচালিত গাড়ির ব্যাটারি তৈরিতে বড় পরিসরের বিনিয়োগের প্রচারণাও চালাবে জাপান সরকার। তবে, নিজেদের প্রতিবেদনে কোনো সূত্রের বরাত দেয়নি নিককেই।

বৈশ্বিক চিপ সংকট নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে টোকিও। এ কারণে এরই মধ্যে জাপানি গাড়ি নির্মাতাদের কাজে ব্যাঘাত ঘটছে এবং রপ্তানী-নির্ভর অর্থনীতি হুমকির মুখে পড়েছে। স্থানীয়ভাবে চিপ তৈরির পরিকল্পনার মাধ্যমে ওই অবস্থার অবসান ঘটাতে চাইছে জাপান সরকার।

প্রবৃদ্ধি কৌশলে স্থানীয় চিপ নির্মাণ শিল্পে সমর্থন দিতে এবং উন্নত সেমিকন্ডাক্টর তৈরির লক্ষ্যে বর্তমান ২০ হাজার কোটি ইয়েনের তহবিলটি (একশ’ ৮৪ কোটি ডলার) বাড়ানোর আবেদন করবে সরকার।    

নিককেই বলছে, জাপানে মার্কিন চিপ নির্মাতাদের বিনিয়োগের আমন্ত্রণ জানানোর মতো পরিকল্পনাও রয়েছে জাপানের, যাতে দুই দেশের মধ্যে চিপ সরবরাহ চেইন দৃঢ় হয়। পরবর্তী প্রজন্মের শক্তি সেমিকন্ডাক্টর খাতের বৈশ্বিক ৪০ শতাংশ শেয়ার নিজ দখলে রাখতে চাইছে জাপান। এ ব্যাপারটিরও উল্লেখ রয়েছে খসড়া কৌশলে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar