ad720-90

সারফেস ডুয়োতে এলো মাইক্রোসফট এক্সবক্স গেইম পাস


গত কয়েক সপ্তাহ ধরে অ্যান্ড্রয়েডে গেইম পাস বেটা পরীক্ষা করে দেখেছে তারা। এখন ফিচারটি সবার ব্যবহারের জন্য তৈরি বলেই বলছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ সেন্ট্রালের খবরে উঠে এসেছে, নিবেদিত টাচ কন্ট্রোলের সাহায্যে সারফেস ডুয়োতে প্রায় ৫০টিরও বেশি গেইম খেলার সুযোগ করে দেবে এক্সবক্স গেইম পাস সমর্থন। নিচের দিকের পর্দায় ভেসে উঠবে টাচ কন্ট্রোল।

পিসি ম্যাগের তথ্য অনুসারে, সারফেস ডুয়োতে বহুল প্রয়োজনীয় কিছু ফিচার যোগ হচ্ছে। দ্বিতীয় পর্দা সমর্থন পণ্যটিকে নিনটেনডো ৩ডিএস এর মতো হ্যান্ডহেল্ড একটি গেইমিং ডিভাইসে পরিণত করছে।

মাইক্রোসফট জানিয়েছে, সারফেস ডুয়োর অন্যান্য অভিনব পছন্দের সুযোগ নিতে পারবে এক্সবক্স গেইম ক্লাউডের ডেভেলপাররা। সারফেস ডুয়োতে এক্সবক্স গেইম পাস সমর্থন এরই মধ্যে চলে এসেছে।

সব গেইমে এখনও টাচ কন্ট্রোল সমর্থন আসেনি। তবে, মাইক্রোসফট ক্রমাগত নতুনগুলোতে সমর্থন যোগ করছে। ইন্ডিয়া টিভি মন্তব্য করেছে, এক পর্যায়ে হয়তো গোটা লাইব্রেরিতেই মিলবে টাচ কন্ট্রোল সমর্থন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar