ad720-90

অফিসে ফিরতে আগ্রহী নন অ্যাপল কর্মীরা, টিম কুককে চিঠি


তারা নেতৃস্থানীয়দের কাছ থেকে “সক্রিয়ভাবে অবহেলিত” বোধ করেছেন এবং পরিকল্পিতভাবে সপ্তাহে দুইবার অফিসে কাজ করার চেয়ে পূর্ণ কর্মঘণ্টা দূর থেকে কাজ করার সুবিধা চান। কারা দূর থেকে ও নমনীয়ভাবে কাজ করবেন সে ব্যাপারে অনুরোধকারীরা অ্যাপল টিমকে সিদ্ধান্ত নিতে বলছেন এবং এক্ষেত্রে ‘পরিষ্কার কর্মপরিকল্পনা’ তৈরির আহবান জানিয়েছেন।

কীভাবে অফিসে কাজ করা পরিবেশে প্রভাব ফেলবে সে ব্যাপারে বিস্তারিত এবং দূর থেকে কাজ কোনো ভূমিকা রেখেছে কি না, তা-ও জানতে চেয়েছেন তারা। এ ব্যাপারে কর্মীরা কী ভাবছেন তা জানতে অ্যাপলের জরিপ করা উচিত বলেও মনে করছেন অনুরোধকারীরা।

অ্যাপল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। চিঠিটা কতোটা প্রভাব ফেলবে তা বলা সম্ভব হচ্ছে না বলেই মন্তব্য করেছে এনগ্যাজেট।

উল্লেখ্য, টুইটার নিজেদের অনেক কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দেবে। অন্যদিকে, গুগলও অ্যাপলের মতো তিন দিন অফিস করার পরিকল্পনা করেছে। কিন্তু সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি দূর থেকে কাজের সুযোগ হাতে রেখেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar