ad720-90

সফটওয়্যার বিপাকে পোর্শের ৪৩ হাজার বৈদ্যুতিক গাড়ি


শুক্রবার এ ব্যাপারে জানিয়েছে পোর্শে। জুনে তৈরি হওয়া ও সরবরাহ করা সব পোর্শে টাইকান গাড়িতে এ সমস্যা রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িতে সফটওয়্যার আপডেট দিয়ে সমস্যা সারাবে তারা। গত বছরই প্রথমবারের মতো টাইকান গাড়িরে দেখা পেয়েছেন গাড়ি প্রেমীরা।

পোর্শে নির্বাহী ক্লাউস রেকবার্গার সাংবাদিকদের জানিয়েছেন, সবমিলিয়ে একশ’ ৩০টি গাড়িতে সমস্যা হতে দেখেছেন তারা। এ কারণে এখনও কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেছেন তিনি।

টাইকান ছোট আকারের চার দরজার স্পোর্টস কার। এর পরিসীমা সাড়ে চারশ’ কিলোমিটার। পোর্শে মূলত শীর্ষ-পর্যায়ের বিদ্যুত চালিত গাড়ি ক্রেতাদের দলে ভেড়াতে চাইছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar