ad720-90

বুরকিনা ফাসোয় ১২ সৈন্য নিহত, নিখোঁজ ৭


লাস্টনিউজবিডি, ০৯ আগস্ট: বুরকিনা ফাসোর উত্তরপশ্চিমাঞ্চলে মালি সীমান্তের কাছে বৌকলে দু মৌহৌন অঞ্চলের তোয়েনি কমিউনে হামলায় অন্তত ১২ সৈন্য নিহত ও আরও সাত জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে তিনটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এ বিষয়ে দেশটির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকারও করেনি। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ওই একই এলাকায় দুই জন প্রভাবশালী জঙ্গি নেতাকে হত্য করেছিল সেনাবাহিনীর একটি স্পেশাল ইউনিট।

আরও পড়ুন:

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের হামলা বৃদ্ধি পাচ্ছে; এতে সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, মালি ও নাইজারে কয়েক হাজার লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

গত বুধবার বুরকিনা ফাসোর নাইজার সীমান্তের কাছে সশস্ত্র একটি গোষ্ঠী ধারাবাহিক হামলা চালিয়ে ৩০ বেসামরিক, সেনাবাহিনীর সৈন্য ও সরকারপন্থি মিলিশিয়াকে হত্যা করে।

লাস্টনিউজবিডি

সর্বশেষ

The post বুরকিনা ফাসোয় ১২ সৈন্য নিহত, নিখোঁজ ৭ appeared first on Lastnewsbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar