ভারতে টিভি স্ট্রিমিং ডিভাইস বানাবে অ্যামাজন
মঙ্গলবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ফক্সকনের মালিকানাধীন ক্লাউড নেটওয়ার্ক টেকনোলজি তৈরি করবে স্ট্রিমিং ডিভাইস ‘ফায়ার টিভি স্টিক’। অ্যামাজন বলছে, ভারতীয় গ্রাহক চাহিদা মেটাতে প্রতি বছর হাজার হাজার ফায়ার টিভি স্টিক তৈরি করবে তারা। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, “দেশীয় চাহিদার ভিত্তিতে অ্যামাজন ক্রমাগত বাড়তি বাজার/শহরে যাওয়ার সক্ষমতা বাড়াতে থাকবে।” রয়টার্স… read more »