সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে স্যামসাং
লাস্টনিউজবিডি,০৯ মে: স্যামসাং ঘোষণা দিয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর আনছে তারা।এখন পর্যন্ত স্মার্টফোনের ক্যামেরায় সর্বোচ্চ ৪৮ মেগাপিক্সেলের আইএমএক্স সেন্সর ব্যবহার করা হয়েছে। সেন্সরটির নির্মাতা সনি। স্মার্টফোনের বাজারে নিজেদের সোনালি দিন শেষ হয়ে গেলেও ক্যামেরা সেন্সর তৈরিতে এখন পর্যন্ত সনিই সেরা। তাদের বানানো সেন্সরই বাকি স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো ব্যবহার করে থাকে।অন্যদিকে, স্যামসাং নিজস্ব ক্যামেরা সেন্সর ব্যবহার করতো।… read more »