গোপনতা প্রশ্নে অ্যাপলকে আক্রমণ ট্রাম্পের
সোমবার মার্কিন ‘অ্যাটর্নি জেনারেল’ উইলিয়াম বার অ্যাপলের সমালোচনা করে অভিযোগ করেন, উগ্রপন্থী কার্যক্রম হিসেবে তদন্তাধীন এক গোলাগুলির ঘটনার তদন্তে সহযোগিতা করতে চাইছে না অ্যাপল। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউজ ও প্রযুক্তি জায়ান্টদের মধ্যে চলমান দ্বন্দ্বের সর্বশেষটি হচ্ছে এটি। ট্রাম্পের অভিযোগ, তার প্রশাসন অ্যাপলকে বাণিজ্য ও অন্যান্য ইসুতে সহযোগিতা করা স্বত্ত্বেও তদন্তকারীদের সহযোগিতা করতে কার্পণ্য… read more »