অ্যামাজন সার্ভার তথ্য সরিয়ে নিলো ফেইসবুক
এর আগে অ্যামাজন সার্ভার থেকে লাখো ফেইসবুক গ্রাহকের তথ্য ফাঁস হওয়ার খবর জানায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আপগার্ড। প্রতিবেদন প্রকাশের পরপরই সার্ভার থেকে ডেটাবেইজগুলো সরিয়ে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি– খবর রয়টার্সের। আপগার্ডের ‘সাইবার রিস্ক’ দলের পক্ষ থেকে বলা হয়, মেক্সিকোভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম কালচারা কালেটিভা পাবলিক ডেটাবেইসে ফেইসবুক গ্রাহকের ৫৪ কোটি তথ্য মজুদ করেছে। এর… read more »