মার্চেই চারটি ডিভাইস ‘আনছে’ ওয়ানপ্লাস?
আসছে মার্চ মাসেই স্মার্টওয়াচ উন্মোচন করবে ওয়ানপ্লাস। তবে, এসব তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। টিপস্টার হিসেবে পরিচিত ইশান আগরওয়াল ৯১মোবাইলস’কে সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন। আগরওয়াল শুধু ডিভাইসের ব্যাপারেই জানিয়েছেন, কোনো স্পেসিফিকেশন দেননি। ওয়ানপ্লাসের ৯আর ডিভাইসটি তাদের প্রচলিত ফ্ল্যাগশিপ ও বাজেট ফোন নর্ড এন সিরিজের মধ্যকার শূন্যস্থান পূরণ করবেই দাবি করছেন বিভিন্ন সূত্র। এতে হয়তো… read more »