বিভ্রাট কাটিয়ে ফের অনলাইনে টুইটার
বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয় ওই বিভ্রাট। এ সময় ডাউনডিটেক্টরে অভিযোগ জানান ব্যবহারকারীরা। মোট অভিযোগের ৯৩ শতাংশই ছিল টুইটার ওয়েবসাইটকে ঘিরে। দুই ঘণ্টা পরেই অভিযোগকারীর সংখ্যা নেমে আসে ৭০ জনের কমে। ঠিক কী কারণে বিভ্রাট হয়েছিল তা জানায়নি টুইটার। তবে, বিভ্রাটের ঘটনা নিশ্চিত করেছে তারা। প্রতিষ্ঠানটি বলছে, কিছু ব্যবহারকারীর প্রোফাইল… read more »