চার দশকে শীর্ষ ধনী বেজোস
ব্লুমবার্গ বিলিওয়ান ইনডেক্স-এ বিশ্বের শীর্ষ পাঁচশ ধনীর মোট সম্পদের পরিমাণ নজরে রাখা হয়। এই তালিকার তথ্যমতে, এখন বেজোসের মোট সম্পদের মূল্য ১৫ হাজার কোটি ডলার। ‘বিস্ময়কর’ এই অংক সাবেক শীর্ষ ধনী ও মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-এর এখন পর্যন্ত মোট সম্পদের মূল্যের চেয়ে বেশি। এর ফলে অন্তত ১৯৮২ সালের পরে এখন পর্যন্ত হিসেবে বেজোস-ই সবচেয়ে বেশি… read more »