ad720-90

মেয়ে মারা গেলে ফেসবুকের অধিকারী মা-বাবা


লাস্টনিউজবিডি, ১৭ জুলাই, ডেস্ক: জার্মানিতে উত্তরাধিকার আইনের অধীনে মৃত মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনায় মা-বাবার অধিকার রয়েছে বলে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

দেশটির ফেডারেল কোর্ট অব জাস্টিসের (বিজিএইচ) পক্ষ থেকে বলা হয়, অনলাইন ডেটা নিয়েও ব্যক্তিগত ডায়েরি বা চিঠির মতো আচরণ করা উচিত। আর তা হচ্ছে উত্তরাধিকারদের কাছে পাঠিয়ে দেয়া।

২০১২ সালে একটি ট্রেনের নিচে চাপা পড়ে মারা যান ১৫ বছর বয়সী এক কিশোরী। মেয়ের মৃত্যু আত্মহত্যা ছিল না কিনা বুঝতে তার ফেসবুক অ্যাকাউন্টের অধিকার চান মা-বাবা। কিন্তু মেয়ের কনটাক্ট ও অন্যান্য বিষয়ে প্রাইভেসি উদ্বেগ দেখিয়ে অ্যাকাউন্টে বাবা-মায়ের প্রবেশাধিকার দিতে রাজি হয়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

বিবিসি সূত্রে জানা গেছে, নিজেদের বর্তমান নীতিমালা অনুযায়ী কোনো ব্যবহারকারী মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টে শুধু আত্মীয়দের আংশিক প্রবেশাধিকার দেয়। এ অধিকারে শুধু নিহতের অ্যাকাউন্টটি অনলাইন রেখে ‘মেমোরিয়াল’ করে দেয়া বা তা পুরোপুরি মুছে ফেলার সুযোগ রয়েছে।

লাস্টনিউজবিডি/এমবি



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar