ad720-90

চার দশকে শীর্ষ ধনী বেজোস


ব্লুমবার্গ বিলিওয়ান ইনডেক্স-এ বিশ্বের শীর্ষ পাঁচশ ধনীর মোট সম্পদের পরিমাণ নজরে রাখা হয়। এই তালিকার তথ্যমতে, এখন বেজোসের মোট সম্পদের মূল্য ১৫ হাজার কোটি ডলার। ‘বিস্ময়কর’ এই অংক সাবেক শীর্ষ ধনী ও মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-এর এখন পর্যন্ত মোট সম্পদের মূল্যের চেয়ে বেশি। এর ফলে অন্তত ১৯৮২ সালের পরে এখন পর্যন্ত হিসেবে বেজোস-ই সবচেয়ে বেশি মূল্যের সম্পদের মালিক বলে উল্লেখ করা হয় ব্লুমবার্গের প্রতিবেদনে।  

বেড়ে যাওয়া সম্পদের মূল্য যোগ করার পর ১৯৯৯ সালে গেটস-এর মোট সম্পদের মূল্য হয়েছিল ১৪৯০০ কোটি ডলার।

শেষ কয়েকবছর ধরে বিশ্বের শীর্ষ ধনীর জায়গা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন গেটস আর বেজোস।

গেটস তার মোট সম্পদের উল্লেখযোগ্য অংশ দাতব্য খাতে দান করে দিয়েছেন। মূলত নিজের প্রতিষ্ঠা করা দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এই বেশি দান করেছেন তিনি। বর্তমানে গেটস-এর মোট সম্পদের পরিমাণ ৯৫৫০ কোটি ডলার,  যা বেজোসের চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি ডলার কম।
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar