ad720-90

পিকচার-ইন-পিকচার মোড আনবে হোয়াটসঅ্যাপ!


নতুন
এই ফিচারটি উন্মুক্ত করা হলে পর্দা ছোট করে ভিডিও কল চালিয়ে যেতে পারবেন গ্রাহক। একই
সঙ্গে বাকি কথপোকথন ব্রাউজ করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

হোয়াটসঅ্যাপ
ভক্তদের সাইট ওয়াবেটালইনফো জানায়, সম্প্রতি ‘গুগল প্লে বেটা প্রোগ্রাম’-এর মাধ্যমে
নতুন আপডেট জমা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ২.১৮.২৩৪ সংস্করণে আপডেট হবে চ্যাটিং
মেসেঞ্জারটি।

হোয়াটসঅ্যাপের
নতুন ফিচারগুলো আগে পরীক্ষা করে থাকে ওয়াবেটালইনফো। বৃহস্পতিবার সাইটটির এক প্রতিবেদনে
বলা হয়, “এই ফিচারটি যোগ করতে কয়েক মাস ধরেই কাজ করছে হোয়াটসঅ্যাপ, নতুন আপডেটে নতুন
ফিচার যোগ করছে। ফিচারটি আইওএস ডিভাইসে যোগ করার পর আমরা অবশেষে আশ্বস্ত হতে পারি যে
পরবর্তী আপডেটে আমরা পিকচার-ইন-পিকচার মোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ইউটিউব এবং ইনস্টাগ্রাম
ভিডিও দেখতে পারব।”

ফিচারটিতে
বেশ কিছু উন্নয়ন দরকার বলে এটি এখনই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করছে না ফেইসবুক মালিকানাধীন
মেসেজিং অ্যাপটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar