ad720-90

ইভিএম হ্যাকিং শঙ্কায় মার্কিন নির্বাচন কর্মকর্তারা


সিএনএন-এর
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বার্ষিক ডেফ কন হ্যাকার কনভেনশনে উপস্থিত ছিলেন দেশটির
অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। এতে হ্যাকাররা ইভিএমগুলোর কী করতে পারেন
তা দেখেছেন তারা।

প্রতিবেদনে
বলা হয়, “একজন হ্যাকার মূলত একটি ভোটিং মেশিনকে একটি জুকবক্সে পরিণত করতে পারেন, তখন
এটি থেকে মিউজিক বাজবে আর অ্যানিমেশন ডিসপ্লে হবে।” এতে আরও বলা হয়, “এ ধরনের হ্যাকিং
নির্বাচন কর্মকর্তাদের জন্য উদ্বেগের কারণ, তারা দ্রুত ভুল তথ্য এবং ভোটিং মেশিন আর
ভোটিং ডেটাবেইসের মতো প্রচলিত নির্বাচন অবকাঠামোর বিরুদ্ধে থাকা হুমকি কাটিয়ে উঠার
দিকে লক্ষ্য করছেন।”

সম্মেলনে
প্রায় ৪০ জন শিশু হ্যাকার মার্কিন নির্বাচন পরিষদের ওয়েবসাইটের একটি নকল সংস্করণে ভোট
টালি ক্ষতিগ্রস্থ করতে সক্ষম হন। এমনকি কয়েকজন প্রার্থীর নামও বদলে দেন বলে আইএএনএস-এর
প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অফ স্টেট অ্যালেক্স প্যাডিয়া বলেছেন, “আমাদের নির্বাচনগুলোর
বিশুদ্ধতা নিয়ে আর প্রচারণাকে ঘিরে ভুল তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো নিয়ে সব সময়ই উদ্বেগ
রয়েছে।” 

দেশটিতে
২০১৮ সালে মধ্যবর্তী নির্বাচনগুলোতে নতুন ভোটিং মেশিন ব্যবহার করা হবে। সম্মেলনে এই
মেশিনগুলোও প্রদর্শন করা হয়।

ইভিএম-এর
নিরাপত্তা নিয়ে ভারতেও জোর বিতর্ক চলছে বলে জানিয়েছে আইএএনএস। দেশটিতে কংগ্রেস ও তৃণমূল
কংগ্রেসসহ ১৭টি দল নির্বাচন কমিশনকে কাগজের ব্যালট ব্যবস্থা ফিরিয়ে আনতে দাবি জানিয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar