ad720-90

আইইবির ডিজিটাল যাত্রা শুরু


মঙ্গলবার সকালে রাজধানীর রমনায় আইইবির কাউন্সিল হলে প্রতিষ্ঠানটির ডাইনামিক
ওয়েব সাইট এবং অ্যাপ উদ্বোধনের মাধ্যমে এই ডিজিটাল কার্যক্রম শুরু হয় বলে সংগঠনের সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন আইইবির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
প্রকৌশলী আবদুস সবুর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার
মনজুর মোর্শেদ, আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান ও কানাডিয়ান ইউনির্ভাসিটির
উপাচার্য প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম এবং আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক
প্রকৌশলী মো. রনক আহসান।

আইইবির নতুন ওয়েব সাইট ও অ্যাপ সর্ম্পকে বিভিন্ন তথ্য তুলে ধরেন আইইবির
কম্পিউটার কৌশল বিভাগের সদস্য প্রকৌশলী আবু হাসান মাসুদ।

মোস্তফা জব্বার বলেন, বিজয়ের মাসে আইইবি ডিজিটাল যাত্রা শুরু করেছে। এখন
থেকে আইইবির কাজ আরো অনেক বেড়ে গেছে। ওয়েব সাইট যে সোশাল মিডিয়ার চেয়ে বেশি শক্তিশালী
হতে পারে তা আইইবির ওয়েব সাইট এবং অ্যাপ দেখে বুঝা যায়।

“সোশাল মিডিয়ার অনেক ভুয়া আইডি থাকে কিন্তু আইইবির সোশাল সাইটে তা হবে
না। আমি এই ওয়েব সাইটকে ইউটিউব এবং ফেসবুকের বিকল্প বলবো। বাংলাদেশে যারা ওযেব সাইট
তৈরী করে তারা আইইবির ওয়েব সাইট যেন ফলো করে। এই ডিজিটাল কার্যক্রমের মধ্য দিয়ে আজ
থেকে আইইবি অনন্য উচ্চতায় থাকবে।”

আইইবি জানিয়েছে, আইইবির ডাইনামিক ওয়েব পোর্টালের মাধ্যমে পৃথিবীর যেকোনো
প্রান্ত থেকে সদস্যপদ প্রাপ্তির জন্য আবেদন, সদস্য নবায়ন এবং সদস্য আপগ্রেড করা যাবে।
যেকোনো ফি অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে।

আইইবির সব নোটিশ, ইভেন্ট, তথ্য ও সংবাদ সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই ওয়েবসাইটের
মাধ্যমে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar