ad720-90

দশকের গুরত্বপূর্ণ গ্যাজেট তালিকায় আধিপত্য অ্যাপলের


শীর্ষ ১০ জনপ্রিয় গ্যাজেটের তালিকায় আরও রয়েছে গুগল ক্রোমকাস্ট (২০১৩)। অ্যামাজন ইকো (২০১৪) এবং রাসবেরি পাই (২০১২)– খবর আইএএনএস-এর।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, “২০১০ সালে আইপ্যাড উন্মোচনের আগে ‘ট্যাবলেট কম্পিউটার’ কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীর অংশই ছিলো এবং ল্যাপটপের সঙ্গে এর সাদৃশ্য ছিলো কমই, যাতে চলতো বাজে সব সফটওয়্যার।”

“অ্যাপলের আইপ্যাড আগের আইফোনের মতোই ব্যক্তিগত কম্পিউটিংয়ে নতুন ধারা চালু করে এবং পরবর্তী দশকের পরিবহনযোগ্য ডিভাইসের চেহারাই বদলে দেয়। এটির মাল্টিটাচ পর্দা, কিবোর্ড পুরোপুরি বাদ দেওয়া, সফটওয়্যার এবং মিডিয়ার কারণে এটি সবার জন্য একটি নিখুঁত বিনোদনের ডিভাইসে পরিণত হয়।”

অন্যদিকে অ্যাপল প্রধান টিম কুকের যুগান্তকারী ডিভাইসগুলোর একটি হলো অ্যাপল ওয়াচ, “অন্য কেউ অ্যাপল ওয়াচের পলিশ এবং কার্যক্ষমতাকে টেক্কা দিতে পারেনি, একটি স্মার্টওয়াচ কী করতে পারে তার একটি মান নির্ধারণ করে দিয়েছে এই ডিভাইসটি।”

এখন অ্যাপল ওয়াচে বেশ কিছু স্বাস্থ্য সেবার ফিচার রয়েছে। এর মধ্যে ইসিজি রিপোর্ট দেখা এবং পড়ে যাওয়া শনাক্তকারী ফিচারও রয়েছে।

অন্যদিকে ২০১৬ সালে প্রথম উন্মোচনের পরই দ্রুত টিডাব্লিউএস এয়ারফোন খাতে আইকন হয়ে দাঁড়িয়েছে অ্যাপলের এয়ারপডস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar