ad720-90

মেসেঞ্জার থেকে বাদ পড়ছে ‘ডিসকভার ট্যাব’


‘ডিসকভার ট্যাব’ বাদ পড়ায় মেসেঞ্জার অ্যাপে শুধু দেখা মিলবে ‘চ্যাটস’ ও ‘পিপল’ অপশনের। এর মধ্যে পিপল অপশনের ভেতর দুটি ভাগ চোখে পড়বে। একটি ভাগে ‘অ্যাক্টিভ’ চ্যাট এবং আরেকটি ভাগে ‘স্টোরিজ’ থাকবে। কয়েক সপ্তাহের মধ্যেই মেসেঞ্জার ব্যবহারকারীদের ডিভাইসে পরিবর্তনটি পৌঁছে যাওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

সিদ্ধান্তটি আদতে কেন নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে জানায়নি ফেইসবুক। তবে, মেসেঞ্জারকে আরও ‘হালকা ও দ্রুতগতির’ করে তুলতে চাইছে প্রতিষ্ঠানটি। ডিসকভার ট্যাব বাদ দিয়ে ওই লক্ষ্যটি পূরণ করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে এনগ্যাজেটের প্রতিবেদনে।        

ডিসকভার ট্যাব বাদ দেওয়ার পেছনে ব্যবসায়ীক উদ্দেশ্যও রয়েছে বলে দাবি করছে এনগ্যাজেট। বর্তমানে মেসেঞ্জারের ‘স্টোরিজ’-এ বিজ্ঞাপন দেখিয়ে থাকে ফেইসবুক। ফলে বিজ্ঞাপন দেখানোর জন্য আগের মতো আর ডিসকভার ট্যাবের উপর নির্ভর করতে হয় না সেবাটিকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar