ad720-90

মার্কিন অ্যাপল গ্রাহকদের জন্য বিনামূল্যে ই-বুক, অডিওবুক


অ্যাপলের ওই আহবানে লেখা রয়েছে, “বিনামূল্যের বইগুলো দেখুন, শিশুদের পড়ে শোনানোর মতো, আরামদায়ক রহস্য এবং পুরো পরিবারের জন্য অডিওবুক”। মেসেজটিতে ট্যাপ করলেই পুরো একটি সংগ্রহ সামনে পেয়ে যাচ্ছেন মার্কিন গ্রাহকরা, নানাবিধ বই থেকে বেছে নিতে পারছেন পছন্দের বইটি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

এমন একটি সময়ে অ্যাপল এ প্রচারণা নিয়ে এলো, যখন করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে মার্কিনীদেরকে ঘরে থাকতে হচ্ছে। তবে, করোনাভাইরাস মহামারীর কথা সুনির্দিষ্ট করে বলেনি অ্যাপল। অফারটি সীমিত সময় পর্যন্ত থাকবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

সম্প্রতি চীনের বাইরের গ্রাহকদের ওপর থেকে আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক ক্রয় সীমাও তুলে নিয়েছে অ্যাপল। ক্রয় সীমা অনুযায়ী একজন গ্রাহক নতুন ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনির জন্য সর্বোচ্চ পাঁচটি অর্ডার দিতে পারতেন। আইপ্যাড প্রো’র ক্ষেত্রে একজন গ্রাহকের দুইটি ১১ ইঞ্চি মডেল এবং দুইটি ১২.৯ ইঞ্চি মডেল কেনার সুযোগ ছিলো। আর প্রতি মডেলের সর্বোচ্চ দুইটি করে আইফোন কিনতে পারতেন গ্রাহক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar