ad720-90

সিঙ্গাপুরে ভেন্ডিং মেশিনের মাধ্যমে মাস্ক দেবে রেজার


সিঙ্গাপুরে ও যুক্তরাষ্ট্রে প্রধান কার্যালয় রয়েছে রেজারের। প্রতিষ্ঠানটি এরই মধ্যে মাস্ক বানানোর কথা জানিয়েছে। এখন ওই উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ ছাড়াও মাস্ক বিতরণে নিজস্ব গণ ভেন্ডিং মেশিন বসানোর কথাও জানিয়েছে এ গেইমিং যন্ত্রাংশ নির্মাতা। — খবর সিএনএন বিজনেসের।

শুরুতে একাধিক শপিং মল ও বেশ কিছু কো-ওয়ার্কিং স্থানে ২০টি মেশিন বসানোর কথা জানিয়েছে রেজার। ভেন্ডিং মেশিন থেকে মাস্ক সংগ্রহের জন্য আগ্রহীদেরকে নিজ নিজ ফোনে রেজারের ডিজিটাল ওয়ালেট অ্যাপ ডাউনলোড করতে হবে। মাস্ক পেতে ওই অ্যাপের মাধ্যমে ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে আগ্রহীদের।

সিঙ্গাপুরের সব প্রাপ্ত বয়স্ক বাসিন্দাকে অন্তত একটি করে মাস্ক দেওয়ার পরিকল্পনা রয়েছে রেজারের। রেজারের তথ্য অনুসারে, ৫০ লাখ মাখ বিতরণ করতে হবে তাদের। কর্মসূচী শুরু হওয়ার পর আরও অনেক নতুন স্থান কর্মসূচীতে যোগ করতে পারে প্রতিষ্ঠানটি।

তবে, সবাই সন্তুষ্ট হতে পারেনি রেজারের ওই উদ্যোগে। মাস্ক পেতে রেজারের অ্যাপ ডাউনলোড করতে হবে – বিষয়টিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকের ধারণা, নিজেদের ফিনটেক প্ল্যাটফর্ম রেজার পে-এর জন্য ব্যবহারকারী পেতে এ ফন্দি এঁটেছে প্রতিষ্ঠানটি।

রেজারের প্রধান নির্বাহী মিন-লিয়াং ট্যান সোমবার এক ফেইসবুক পোস্টে বলেছেন, “এটিই একমাত্র উপায় জালিয়াতদের ঠেকানো নিশ্চিত করার, আমরা একাই পুরোটার তহবিল যোগাচ্ছি”।       

সম্প্রতি এশিয়ায় ভেন্ডিং মেশিনের মাধ্যমে মাস্ক বিতরণের প্রচলন হচ্ছে। গত মাসে হংকংয়ের এক শিল্প সংগ্রাহক একই উপায়ে রাস্তায় মাস্ক বিতরণ পরিকল্পনার কথা জানিয়েছেন। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar