ad720-90

সাইট থেকে বর্ণবৈষম্যমূলক বার্তার ছবি মুছলো অ্যামাজন


মুছে দেওয়া ছবিগুলোতে বেশ দৃঢ় বর্ণবৈষম্যমূলক বার্তা ছিল এবং সেগুলো অ্যামাজনের যুক্তরাজ্যের সাইট থেকে দেখা যাচ্ছিল। অ্যাপলের এয়ারপড বা এ জাতীয় পণ্য সার্চ করলেই ব্যবহারকারীরা দেখতে পাচ্ছিলেন ছবিগুলো। — খবর রয়টার্স।

পরে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে টুইটারে। রাতারাতি টুইটারের ট্রেন্ডিং অংশে চলে আসে ‘এয়ারপড’। “আমরা প্রশ্নবিদ্ধ ছবিগুলো মুছে দিচ্ছি এবং দায়ী ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি”। – বলেছেন এক অ্যামাজন মুখপাত্র। তবে, ‘দায়ী ব্যক্তিদের’ ব্যাপারে বাড়তি কোনো তথ্য জানাননি তিনি।

টুইটারে অনেকেই স্ক্রিনশট এবং বর্ণবৈষম্য বার্তাগুলোর ভিডিও শেয়ার করেছিলেন, ট্রেন্ডিং অংশে চলে এসেছিল সেগুলোও।

এখন আর অ্যামাজনের যুক্তরাজ্যের সাইট থেকে ছবিগুলো দেখা যাচ্ছে না। কতদিন ছবিগুলো অ্যামাজনের সাইটে ছিল, সে বিষয়টিও পরিষ্কার নয়।

এপ্রিলে মার্কিন বাণিজ্য নিয়ন্ত্রকের “কুখ্যাত বাজার” প্রতিবেদনে জায়গা করে নিয়েছিল অ্যামাজনের যুক্তরাজ্যের ডোমেইন এবং আরও কয়েকটি বিদেশি ডোমেইন। জালিয়াতি ও পাইরেসি উদ্বেগে ডোমেইনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রতিবেদনটিতে।

অ্যামাজন অবশ্য সে সময়ে প্রতিবেদনটির সঙ্গে একমত হতে পারেনি। পুরো বিষয়টিকে “সম্পূর্ণ রূপে রাজনৈতিক কর্মকাণ্ডের” তকমা দিয়েছিল প্রতিষ্ঠানটি।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar