ad720-90

টিকটক কেনার ইঁদুর দৌড়ে এবার ওরাকল


প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, চুক্তির লক্ষ্যে জেনারেল আটলান্টিক এবং সিকোয়্যা ক্যাপিটালের মতো কিছু সংখ্যক মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে কাজ করছে ওরাকল। ইতোমধ্যে বাইটড্যান্সে শেয়ার রয়েছে এই মার্কিন প্রতিষ্ঠানগুলোর।

এই আলোচনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বাইটড্যান্স, টিকটক বা ওরাকল।

চলতি মাসের শুরুতে প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, টিকটকের মার্কিন ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টুইটার। অন্যদিকে চুক্তির চেষ্টা চালাচ্ছে মাইক্রোসফটও।

সোমবার এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, শুধু মার্কিন ব্যবসা নয় টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসা অধিগ্রহণে জোর দিচ্ছে মাইক্রোসফট। বিশেষভাবে ইউরোপ এবং ভারতের টিকটক ব্যবসা কিনতে আগ্রহী উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি।

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার পরপরই ভারতে টিকটক নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের বাইরে অন্যান্য অঞ্চলের ব্যবসা বেচতে টিকটক রাজি নয় বলেও প্রতিবেদনে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।

টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি করতে ইতোমধ্যেই ৯০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar