ad720-90

ইন্টারনেট বিভ্রাট: দাবা অলিম্পিয়াডে যৌথ বিজয়ী ভারত, রাশিয়া


করোনাভাইরাস মহামারীর কারণে এবারই প্রথম দাবা অলিম্পিয়াডের একটি অনলাইন সংস্করণ চালু করেছে আয়োজকরা। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে দুই ভারতীয় খেলোয়াড় ইন্টারনেট সংযোগ হারানোয় ভারত ও রাশিয়াকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদেনে জানিয়েছে বিবিসি।

খেলা চলাকালীন দুই খেলোয়াড় ইন্টারনেট সংযোগ হারানোর পর আপিল করেছে ভারত এবং সেটি যথা সময়েই আমলে নিয়েছে আয়োজকরা।

কর্মকর্তারা বলছেন, এগুলো “অভূতপূর্ব পরিস্থিতি।”

বিবৃতিতে ইন্টারন্যাশনাল চেস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর্কাডি ডরকোভিচ বলেন “বৈশ্বিক ইন্টারনেট বিভ্রাটের শিকার হয়েছে অনলাইন চেস অলিম্পিয়াড, ভারতসহ অনেক দেশে এর গুরুতর প্রভাব পড়েছে। দুই ভারতীয় খেলোয়াড় এর ভুক্তভোগী হয়েছেন এবং সংযোগ হারিয়েছেন, তখনও ম্যাচের ফলাফল অস্পষ্ট ছিলো।”

চলতি বছরের জুলাই মাসে শুরু হয়েছিলো অনলাইন চেস অলিম্পিয়াড। এতে অংশ নিয়েছলো ১৬০টি দেশ। 

তবে দাবা টুর্নামেন্টের এই ফাইনাল নিয়েই যে শুধু সমালোচনা হয়েছে এমন নয়। শুক্রবার ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল চলাকালীন সার্ভার সংযোগ হারিয়েছেন আর্মেনিয়ার এক খেলোয়াড়। তারপর সময়ের হিসেবে ম্যাচ হেরেছে আর্মেনিয়া।

দেশটির আপিল প্রত্যাখ্যান করেছে আয়োজক সংস্থা। প্রতিবাদে এ বছরের প্রতিযোগিতা বর্জন করেছে আর্মেনিয়া।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar