ad720-90

যেভাবে Google Drive এ 5 TB আর Onedrive এ 1TB নিবেন (edu mail required)


Howdy Cheaf,

Trickbd-র চারদিকে কেন যানি edu mail এর ঝড় বইছে। আশা করি এই ঝড়ে কারও ক্ষতি হয়নি😆
edu mail দিয়ে কী কী service উপভোগ করতে পারবেন তা আমি আগেই বলেছিলাম{https://trickbd.com/education-guideline/680031}, কিন্তু আপনারা অনেকেই Google drive + onedrive এর  সুবিধা কীভাবে পাবেন তা বুঝতে পারেন নি। Telegram + Email এ আপনাদের অসুবিধার কথা বলেছেন , তাই process গুলো পূর্ণাঙ্গ ভাবে উপস্থাপন করছি-
(আপনার Edu mail থাকা অত্যাবশ্যক)

প্রথমেই বলে রাখি এই process এ করলে Google drive 5tb পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি verifiction যথাযথ করতে পারেন, না হলে Failed


আমার মত যারা অধৈর্যবান আছেন তারা যদি Google drive একান্তই নিতে চাচ্ছেন তবে এই Topic এর একদম নিচে চলে যান ঐখানে  Video দিয়েছি, ঐ process  এ করলে 30 min. এর মধ্যেই Google drive 5 TB পেয়ে যাবেন, কোন Verification ছাড়াই

Google Drive (5TB)

1.Create your account
https://edu.google.com/products/gsuite-for-education/editions
link এ গিয়ে Get G-Suite for free তে করতে হবে Click করেন,
এরপর আপনাকে আপনার Edu mail নিয়ে কিছু question করবে যেমন-institution name,web address, Institution full Location ইত্যাদি।
🚩ঐগুলার answer না জানা থাকলে Simply edu mail টা copy করে Google এ search করলেই 1st যে website আসবে সেটাই আপনার Institution address + web
2.Domain verify
আপনার Domain অর্থাৎ .edu verify করা লাগবে অর্থাৎ আপনার edu mail box(outlook) এ verification link/code যেকোন
একটা পাঠাবে, আশা করি আপনি Verify করে নিতে পারবেন।
(optional) এরপর আপনাকে MX record সহ domain verify করতে বলবে , দুঃখের বিষয় MX Record আপনি কোথাও পাবেন না, এক মাত্র institiution আপনাকে Provide করলে আপনি পাবেন, তবে এই Processটা Optional করা, চেষ্টা করবেন Skip করে যেতে

3.Organiztional structure
এই Process থেকে বাচাঁ মুশকিল কারণ আপনি Use করছেন Fake edu mail মানে আপনার নাম,ঠিকানা কিছুই যুক্ত নেই ঐ edu mail এর সাথে আর আপনার edu mail এর Institution এ IT organizer এর নামও জানেন না, তবে organizer এর নাম জানতে চাইলে আপনাকে institution website এ edu mail দ্বারা log in করলেই জানতে পারবেন, Simple😁

4. এখন আপনাকে mainly account create করতে হবে, password, name etc. দিয়ে।

5. এরপর আপনাকে Automatic Google classroom create করিয়ে দিবে,(edu information সঠিক ভাবে বসাবেন)

6. এরপর আপনার দেয়া Informationগুলো Organization কে পাঠাবে, সত্যতা যাচাই এর জন্য

7. এরপর আপনাকে Google drive সহ নিচের service গুলোর Student Feature উপভোগ করতে দিবে।

😢কিন্তু বাস্তবতা হল আপনার Institution এর Organiztionরা জানে যে আপনার On campus এ কোন id card, activities নাই যার কারণে organization Verification এর কারণে আপনি এই 5TB offer miss করতে পারেন,{ যেমন আমার Personally Github আর G Drive offer Cancel হয়ে গেছে Verification করতে পারি নাই , তাই } Verification Failed হলে একটা mail করবে অন্যথায় না করলে আপনি Success.

আরেকটা  Process এ edu mail খুলে Google driveএ 5TB নিতে পারেন……..

https://www.vcccd.edu

এই univirsity কোন verification ছাড়া G-Drive দিবে👌

–>যেভাবে account খুলবেন-https://www.youtube.com/watch?v=0k9H3SqM6SQ

–>Account খুলার পর-

 

!~#@ গুগল  Drive Unlimited করা সত্যিই অনেক কঠিন, আপনারা  email এ request করেছেন তাই আমি process বললাম,আমি মনে করি Onedrive-ই Best, use করতে বা account create এ ঝামেলা নাই। এখন আপনার ইচ্ছা আপনি যেটা পছন্দ করেন সেটা করার চেষ্টা করুন💖🤷‍♂️🤷‍♂️

Onedrive(1TB)

এইটা সবাই পাবে,  কোন verification ঝামেলা নাই, একদম easy process-

http://onedrive.com/ এ গেলে microsoft office website এ আপনাকে Redirect করা হবে , আপনার edu mail আর Password দিয়ে Log in করলেই সাথে সাথে Onedrive এ নিয়ে যাবে। যদি onedrive account খোলা না থাকে তবে sign up করতে বলবে ঐ microsoft account দিয়ে যথারীতি edu mail দিয়ে।

(আমার থেকে যারা edu mail নিয়েছেন তাদের প্রত্যেকেরই onedrive account খুলা already আর ঐখানে কিছু file upload  দেয়া থাকলে আপনি Delete করে দিয়ে আপনি Personally use করতে পারেন, আসলে ঐ অ্যাকাউন্ট গুলা এখন আর কেউ use করে না, আগে করত ।কিন্তু এখন আপনি আপনার edu account এর মালিক, আপনি আপনার style এ use করুন, আশা করি এ বিষয়ে আর কোন মন্তব্য নেই)

onedrive এর storage যেভাবে Check করবেন –

pc/mobile এ onedrive app   The new OneDrive for Business sync client icon.  এ গিয়ে-

Setting>Help & Settings > Manage storage.

 

manage storage  click করলে 1000GB(1TB) show করবে।

 

আমার মতামত যদি জানতে চান তবে আমি বলব Onedrive Use করেন, কেনই বা এত ঝামেলা করে Google Drive খুলতে যাবে। তবুও চেষ্টা করে দেখতে পারেন, কারণ চেষ্টাতেই মুক্তি😊

 

আজ এই পর্যন্তই,

সাথে  থাকার জন্য ধন্যবাদ💕

 

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar